মনোনয়ন বাতিলের বিরুদ্ধে যেভাবে আপিল করতে হবে ইসিতে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল বা অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার সুযোগ পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও আপিল করার পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা–২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতোপূর্বে জারি করা পরিপত্র-২ এর দফা-১৯ এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আপিল দায়েরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।
নির্ধারিত বুথে আবেদন : আপিল দায়ের করতে ইচ্ছুক প্রার্থী বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।
নমুনা অনুসরণ : আপিল আবেদনের ক্ষেত্রে ইসি কর্তৃক সরবরাহ করা ‘পরিশিষ্ট-ক’ এর নমুনা বা ফরম্যাট কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সময়সীমা : নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেশের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই বিষয়টি প্রার্থীদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে প্রার্থীরা সঠিক নিয়ম মেনে সময়মতো তাদের অভিযোগ বা আপিল দাখিল করতে পারেন।
উল্লেখ্য, প্রতি নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল শুনানির জন্য বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন।
এসি//