আরও দুই দেশের সরকার পতনের হুমকি দিলেন ট্রাম্প
ভেনেজুয়েলার পর এবার আরও দুই দেশের সরকারকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাতিন আমেরিকার দুই দেশ— কলম্বিয়া ও কিউবার সরকারের পতন অতি সন্নিকটে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
সোমবার (০৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার (০৪ জানুয়ারি) রাতে মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে বলেন, দেশটিতে একজন ‘অসুস্থ ব্যক্তি’ শাসন চালাচ্ছেন যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করতে পছন্দ করেন।
কলম্বিয়ার পাশাপাশি কিউবার ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্প।
কিউবা প্রসঙ্গে ট্রাম্প জানান, কিউবা বর্তমানে পতনের মুখে রয়েছে এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার জ্বালানি তেল। যেহেতু ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন মার্কিনের হাতে তাই কিউবার বর্তমান সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব।
উল্লেখ্য, গেল শনিবার মেক্সিকোর নিকটবর্তী দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে মার্কিন এলিট ফোর্স ‘ডেল্টা ফোর্স’। দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দীর্ঘ ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে নিয়ে গেছে তারা।
এসএইচ//