নির্দিষ্ট ৩ বিমানবন্দর ছাড়া যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড বা জামানত তালিকায় বাংলাদেশকে যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বন্ডের শর্ত অনুযায়ী, বাংলাদেশি যাত্রীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন শুধু তিনটি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)। এর বাইরে অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে তা বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে ধরা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসার ধরন অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। এই নিয়ম কার্যকর হবে আগামি ২১ জানুয়ারি থেকে।
দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসার জন্য যোগ্য হলেও কনস্যুলার কর্মকর্তা চাইলে আবেদনকারীর ওপর এই বন্ড আরোপ করতে পারবেন। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থান বা ‘ওভারস্টে’ ঠেকাতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
জামানতের পরিমাণ ধাপে ধাপে (৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার) নির্ধারণ করা হবে । ভ্রমণকারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা ভ্রমণ না করলে এই অর্থ ফেরতযোগ্য। তবে সময়ের বেশি অবস্থান করা বা রাজনৈতিক আশ্রয়সহ স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে জামানত বাজেয়াপ্ত হবে।
এই বন্ডের অর্থ জমা দিতে হবে পে ডট গভ (Pay.gov) প্ল্যাটফর্মের মাধ্যমে। নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএইচ//