জাতীয়

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি সড়কের নামকরণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

স্থানীয় সময় ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) হ্যামট্রাম্যাক মেয়র ও সিটি কাউন্সিল দপ্তর থেকে এ অনুমোদন দেয়া হয়।

হ্যামট্রাম্যাক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কারপেন্টার স্ট্রিটএখন থেকে খালেদা জিয়ার নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।

ওই দপ্তর থেকে দেয়া এক শোক বার্তায় বলা হয়, হ্যামট্রাম্যাক শহর ও এর বাসিন্দাদের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের মধ্যে প্রথম সারির একজন নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের নারীদের সমাজের মূলধারায় অংশগ্রহণের জন্য সকল বাঁধা ভেঙে দিয়েছেন। তার নেতৃত্বেই বাংলাদেশের গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা শুরু হয়।

তার শাসনামলে সংসদীয় গণতন্ত্র, পূর্বের রাজনৈতিক বাক বদল পেরিয়ে একটি শক্তিশালী অবস্থান লাভ করে। তার সরকার নারী শিক্ষা, সুবিধাবঞ্চিতদের শিক্ষা এবং দারিদ্র্যতা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বিশ্ব কূটনীতি ও আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনের মধ্যে দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন