আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বাজারজাতকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রাথমিক ধাপে প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা সিএনএনকে জানান, আগামী কয়েক দিনের মধ্যেই আরও তেল বিক্রি হতে পারে। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বের বৃহত্তম তেল মজুতের অন্যতম ভেনেজুয়েলার তেলভাণ্ডার ব্যবহারে যুক্তরাষ্ট্র আগ্রহী। তিনি আরও বলেছিলেন, তেল খাত পুনর্গঠনে এই উদ্যোগ বড় অঙ্কের অর্থনৈতিক জোগান দিতে পারে।
তবে ১০০ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগের যে হিসাব উল্লেখ করা হয়েছে, তার উৎস স্পষ্ট নয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত পুনরুদ্ধারে অন্তত এই পরিমাণ অর্থ আসতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তায় মার্কিন কোম্পানিগুলো ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ভেনেজুয়েলার তেল রপ্তানিতে যুক্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে হোয়াইট হাউসে জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনায় বিনিয়োগের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। এক্সনমোবিল এর প্রধান নির্বাহী ড্যারেন উডস সতর্ক করে বলেন, বিদ্যমান বাস্তবতায় ভেনেজুয়েলায় তেল ব্যবসা “সহজে বিনিয়োগযোগ্য” নয়। তিনি বলেন, টেকসই মুনাফা নিশ্চিত করতে আগে শক্ত আইনি ও বাণিজ্যিক কাঠামো গড়ে তোলা জরুরি।
প্রথম দফার তেল বিক্রির সুনির্দিষ্ট শর্ত ও ক্রেতা সংক্রান্ত তথ্য বুধবার পর্যন্ত প্রকাশ পায়নি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এক বিবৃতিতে জানান, তেল কোম্পানিগুলোর সঙ্গে সরকারের আলোচনা ইতিবাচক ধারায় এগোচ্ছে এবং ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনরুদ্ধারে বড় বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
এমএ//