আন্তর্জাতিক

ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে যারা

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সাময়িকভাবে অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে পর্যটক, ব্যবসা ও অন্যান্য অস্থায়ী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা এর বাইরে থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি বেশি, মূলত সেসব দেশের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তালিকায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ বেশিরভাগ দেশই আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার।

বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ এবং করদাতাদের অর্থে পরিচালিত কল্যাণ কর্মসূচির ওপর নির্ভরশীল হতে পারেন—এমন আবেদনকারীদের প্রবেশ ঠেকানোই এই পদক্ষেপের লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, এতে বাংলাদেশ থেকে পরিবারভিত্তিক অভিবাসন ও গ্রিন কার্ড আবেদনকারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। নতুন নিয়মে আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ও অন্যান্য যোগ্যতা আরও কঠোরভাবে যাচাই করা হবে।

এদিকে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিক গেমস সামনে রেখে যুক্তরাষ্ট্রে পর্যটক ও ব্যবসায়িক ভিসার চাহিদা বাড়বে। তাই এসব ভিসা এই স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই স্থগিতাদেশ স্থায়ী নয়; এটি ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়নের অংশ।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন