আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে আটক করল আইস এজেন্টরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একজন নারীকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এজেন্টরা। 

আলিয়া রহমান নামের এই নারী একজন সফটওয়্যার প্রকৌশলী, মানবাধিকার ও এলজিবিটি অধিকারকর্মী। তার শৈশবের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানে গিয়েছিলেন এজেন্টরা। সেই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করে স্থানীয়রা। এসময় আলিয়া তার গাড়ি নিয়ে মুখোশধারী এজেন্টদের পথরোধ করেন।

গত মঙ্গলবারের এই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন