জাতীয়

পাবনা–১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা

সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে আদালতের নির্দেশনার পর পাবনা–১ ও পাবনা–২ আসনের জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই তফসিল প্রকাশ করা হয়।

নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রোববার (১৮ জানুয়ারি)। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, এই দুই আসন থেকে যেসব প্রার্থী আগে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

উল্লেখ্য, গেল ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে ইসি যে গেজেট প্রকাশ করেছিল, তার ভিত্তিতে আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা–১ ও ২ আসনে নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দেন আপিল বিভাগ। আদেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলা পাবনা–১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা–২ আসন গঠিত হবে।

পাবনা–১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা–২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে ইসির গেজেটকে অবৈধ ঘোষণার রায় স্থগিত করে এই নির্দেশনা দেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন