লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান : এবি পার্টি
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বড় দল, ছোট দল, মাঝারি দল-এমন বিভেদ করবে না বলে প্রশাসন আশ্বস্ত করেছেন। প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় নিজের নির্বাচনী প্রচারণা শুরুর সময় তিনি এসব কথা বলেন।
মঞ্জু অভিযোগ করেন, গতকালও বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, ঢাকা শহরে নারীদের আঘাত করা হয়েছে, সেদিন চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা আরও বহু জায়গায় ঘটছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেছেন, জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয়ভাবে উন্নয়নে বড় কিছু করা সম্ভব না। সেজন্য এ রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যমত্য কমিশনে এসব নিয়ে তারা দাবি তুলেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে তারা এ আলোচনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে।
আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতা যান তাহলে এ সংস্কার প্রস্তাবগুলো না মানতেও পারেন। উনারা অনেকে না-ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলছেন। এবি পার্টি জনগণের কাছে গণভোটে হ্যাঁ-ভোট চাচ্ছেন।
আই/এ