আন্তর্জাতিক

সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতের ক্ষমতায় আসার সুযোগ নেই: হর্ষবর্ধন শ্রিংলা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আলোচনায় বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি ও টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা— দুই বিষয়ই উঠে আসে।

শ্রিংলা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করবে নির্বাচন কতটা সুষ্ঠু হয় তার ওপর। তিনি, “যদি ভোটগ্রহণ অবাধ ও স্বচ্ছ হয়, তাহলে ইসলামপন্থী এই দলটি ক্ষমতায় আসতে পারবে না। তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তাদের সুযোগ তৈরি হতে পারে।”

তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর নিজস্ব ভোটব্যাংক খুব সীমিত। সাধারণভাবে দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশের বেশি নয়, এবং সেটিও অন্য রাজনৈতিক দলের সমর্থনের ওপর নির্ভরশীল।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী প্রশাসন নিয়েও সমালোচনা করেন শ্রিংলা। তিনি বলেন, এই সরকার নির্বাচিত নয় এবং তারা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার বরাবরই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, তবে বাস্তবে সেটি হচ্ছে না।

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কারণে অনেককে আশ্রয় দেওয়া হচ্ছে, যা একটি সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এ ধরনের চর্চা বন্ধ হওয়া উচিত বলেও তিনি মত দেন।

এদিকে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জন প্রসঙ্গে শ্রিংলা বলেন, এ সিদ্ধান্ত ক্রীড়ার স্বার্থের পরিপন্থী। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ জানুয়ারি পর্যন্ত শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন