দেশজুড়ে

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: হাবিব

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবার থেকে মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বলেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, লিচুর রাজধানী হিসেবে পরিচিত ঈশ্বরদীর লিচু সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ এবং কৃষকদের স্বার্থে একটি লিচু গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অবহেলিত ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ঈশ্বরদীবাসীর যাতায়াত সুবিধা বাড়াতে ঈশ্বরদী রেলওয়ে জংশনকে আধুনিক স্টেশনে রূপান্তর করা হবে। ঈশ্বরদী-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচিত হলে ঈশ্বরদীকে শতভাগ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ঈশ্বরদী স্টেডিয়ামকে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান বিএনপির এই নেতা।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাবিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন