খেলাধুলা

টি-টুয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, নতুন সূচি ঘোষণা

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার (২৪ জানুয়ারি) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠাতব্য ম্যাচগুলো খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দল আর এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে না। ফলে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রুপে আগে থেকেই রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির সিদ্ধান্তের পেছনে বলা হয়েছে, বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা গ্রহণযোগ্য হয়নি। আইসিসির মতে, বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো নির্ভরযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ দলের নিরাপত্তা বিষয়ে আইসিসি স্বতন্ত্র নিরাপত্তা বিশ্লেষক ও অভ্যন্তরীণ বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত মূল্যায়ন করে। এছাড়া বিসিবির সঙ্গে একাধিক দফা আলোচনা, ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।

আইসিসি দাবি করেছে, সরকারি ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি, টুর্নামেন্টের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং ভেন্যু–সংক্রান্ত পরিকল্পনা বিসিবিকে বারবার জানানো হয়েছিল। এমনকি বিষয়টি আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনাতেও উপস্থাপন করা হয়।

সব দিক পর্যালোচনার পর আইসিসি নিশ্চিত হয়েছে যে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই নির্ধারিত সূচিতে পরিবর্তনের কোনো যৌক্তিকতা তারা দেখেনি।

আইসিসি জানায়, গেল বুধবার বিসিবিকে দেয়া ২৪ ঘণ্টার সীমা শেষ হওয়ার পর আইসিসির নীতিমালা অনুযায়ী বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলবে না বলে জানিয়েছিল। তবে আইসিসি এই উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করেনি। শেষ মুহূর্তে বিসিবি বিষয়টি আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে পাঠানোর অনুরোধ করলেও সেই কমিটি আপিল কর্তৃপক্ষ না হওয়ায় আইসিসির সিদ্ধান্ত বহাল থাকে।

গেল ২২ জানুয়ারি দেশের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইসিসির আসন্ন ইভেন্ট বয়কটের ঘোষণা দেয় বিসিবি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন