জাতীয়

‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানায় কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না’

ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জটলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাইকে একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় একটি সুন্দর, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে কার কাছে অবৈধ অস্ত্র আছে, স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

পোস্টাল ব্যালটের ব্যাপারে সানাউল্লাহ বলেন, কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালট খোলার কক্ষে ঢুকতে পারবে না। যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না, সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশন করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না।

তিনি বলেন, একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন