বিএনপি

চায়ের দাওয়াত দিলেও হুমকি হয়ে যায় : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, সেটিও আমার দোষ। বলা হচ্ছে, আমি নাকি হুমকি দিয়েছি। তাদের কথায় আমি বিস্মিত। কোথায় কী হয়ে যায়, সব দোষ যেন মির্জা আব্বাসের।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগ ও গুলবাগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষ প্রার্থীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। শহরজুড়ে আমার বন্ধু ও আত্মীয়স্বজন আছে। আমার যত ভক্ত আছে, তোমাদের তত আত্মীয়স্বজনও নেই। যে যা-ই বলুক, আমি কারও ফাঁদে পা দেব না। আমি আমার ভোট চাইব, তোমরাও চাও। এলাকার জন্য কী করেছ আর কী করবে, তা বলো। তোমরা শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছ।

তিনি বলেন,  নির্বাচনের সময় কিছু অতিথি পাখিদেখা যায়, পরে আর তাদের পাওয়া যায় না। ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি; কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন  কিছু মাছের পোনাএসেছে; এদের ঠিকানা কী? তিনি যখন জেলে ছিলেন, তখনও এলাকার মানুষ বিভিন্ন প্রয়োজনে তার বাসায় গেছে। তার স্ত্রী ও কর্মকর্তারা তাদের সমস্যা সমাধান করেছেন। আজ যারা লম্বা লম্বা কথা বলছেন, তারা কয়জনকে সাহায্য করেছেন? কয়জনের জানাজায় বা বিয়েতে গেছেন?

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, ‘একজন বলছেন, চাঁদাবাজি না কমালে লাল কার্ড দেখাবেন। আরে চাঁদাবাজি তো আপনারা করছেন! চাঁদাবাজির তকমা দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। চাঁদাবাজদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারা লাল কার্ড দেখানোর ভয় দেখাচ্ছেন, ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন