আর্কাইভ থেকে আইন-বিচার

‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ মে

‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ আগামী ৩০ মে ধার্য করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার মো. আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করেন।

এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়।

বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. শরিফুল ইসলাম কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে গত ৭ এপ্রিল রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামকে নেত্রকোণা থেকে আটক করে র্যাব।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন