আর্কাইভ থেকে ফুটবল

নিলামে উঠেছে ম্যারাডোনার বিশ্বকাপের প্রথম জার্সিটি

১৯৮২ সালের ১৩ জুন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বেলজিয়ামের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন দিয়াগো ম্যারাডোনা। সেই ম্যাচে আলবিসেলেস্তেরা ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের অভিষেকে ম্যাচটি স্মরণীয় হয়ে আছে। 

এবার আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ক্যারিয়ারের প্রথম ম্যাচে যে জার্সি পরে খেলেছেন তা নিলামে তোলা হচ্ছে। সামনের দিকে কালো কালিতে ম্যারাডোনার অটোগ্রাফ খচিত আকাশি-সাদা জার্সিটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক নিলাম কোম্পানি ‘গটটা হ্যাভ রক অ্যান্ড রোল’ নিলামে তুলছে।

৬৫ হাজার ডলার ভিত্তিমূল্যের জার্সিটির দাম এখন পর্যন্ত উঠেছে ৭১ হাজার ৫০০ ডলার। এখনও ছয় দিনের বেশি বাকি আছে নিলামের সময় শেষ হতে। বেশ চড়া দামে যে জার্সিটি বিক্রি হচ্ছে তা অনায়েসে বলে দেয়া যেতে পারে।

স্পেনে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার কোচ সেসার লুইস মেনোত্তি জার্সিটি উপহার দিয়েছিলেন দেশটির জনপ্রিয় এক সাংবাদিককে। তিনিই নিলাম কোম্পানিকে জার্সিটি দিয়েছেন। নিলাম আয়োজনকারী সংস্থা নিউ জার্সির ‘গট্টা হ্যাভ রক অ্যান্ড রোল’-এর কর্মকর্তা অ্যালেক্স ম্যাকনিকল বলেন, ম্যারাডোনার জার্সির মত জিনিস খুব একটা আমাদের হাতে কখনোই আসেনি। ভবিষ্যতে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার অবদান কারও অজানা নয়। এই জার্সি থেকে সেই দাপট শুরু হয়েছিল। সবদিক থেকে এটি ঐতিহ্যপূর্ণ।

গত বছরের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা মারা যান। আর্জেন্টিনার ছিয়াশি বিশ্বকাপের মহানায়কের মৃত্যুর পর তার স্মৃতি বিজড়িত সবকিছুরই দাম বেড়ে গেছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন