আর্কাইভ থেকে ফুটবল

রিয়ালের ড্রতে বেজায় খুশি বার্সা-অ্যাটলেটিকো

স্প্যানিশ লা লিগার ম্যাচে আবারো পয়েন্ট হারিয়েছে লিগ শিরোপা জয়ের দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদ। গতরাতে গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মাদ্রিদের জায়ান্টরা। রিয়ালের এই ড্রতে লাভ হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার।

রোববার গেটাফের মাঠে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করে জিনেদিন জিদানের দল। টানা চার জয়ের পর পয়েন্ট হারাল তারা। এদিন রিয়াল বস ক্ল্যাসিকোর দল থেকে সাতটি পরিবর্তন এনে শুরুর একাদশ সাজান।

ভঙ্গুর দল নিয়ে ম্যাচের শুরুতেই বিপদে পড়তে যাচ্ছিল রিয়াল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে উভয় পক্ষই কয়েকটি ভালো আক্রমণ করে। মূল ডিফেন্ডারদের অনুপস্থিতিতে রক্ষণ সামলানোর দায়িত্ব লিভারপুলের বিপক্ষে দারুণভাবে সামলেছিল রিয়াল। এখানেও সেটা চোখে পড়ে। ডি-বক্সে পরপর দুটি কার্যকর চ্যালেঞ্জ করেন লুকা মদ্রিচ।
 
২৩তম মিনিটে রিয়ালের বক্সে ভীতি ছড়ায় গেটাফে। মাতার হেড পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল। পাঁচ মিনিট পর গোলরক্ষকের চ্যালেঞ্জ এড়িয়ে দিয়াসের নেয়া হেড কর্নারের বিনিময়ে ফেরান গেটাফের মিডফিল্ডার দাভিদ তিমোর। বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমলেও আক্রমণে আগের মতোই চাপ ধরে রাখে গেটাফে। 

৬৫তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন করেন জিদান। দিয়াস ও রদ্রিগোকে তুলে নামান বেনজেমা ও আন্তোনিও ব্লাঙ্কোকে নামান। তবে কেউই কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। ৭৮তম মিনিটে আবারও কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। নেমানিয়া মাকসিমোভিচের জোরালো শট চুস্তের পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাচ্ছিল এমন সময় লাফিয়ে কর্নারের বিনিময়ে জাল অক্ষত রাখেন বেলজিয়ান গোররক্ষক।

গেটাফের বিপক্ষে ড্রয়ের পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাড়িয়েছে ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট। অন্যদিকে ৩১ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৭০ পয়েন্ট। অন্যদিকে রিয়ালের এই হোঁচটের ফলে বার্সেলোনাও রিয়ালকে টপকে যাওয়ার সুযোগ পাচ্ছে। কাতালানরা তাদের পরবর্তী ম্যাচে জয় পেলেই রিয়ালকে টপকে দুই নম্বরে উঠে যাবে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন