আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতে করোনা সংক্রমণ বহুগুণ বেড়ে যাওয়ায় ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৫ এপ্রিল তার ভারত সফরে আসার কথা ছিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। 

সোমবার (১৯ এপ্রিল) টানা পঞ্চম দিনের মতো ২ লাখের বেশি এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। 

ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‌সাম্প্রতিক করোনা পরিস্থিতির বিবেচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী সপ্তাহের ভারত সফর বাতিল করা হলো। ভারত-ব্রিটেন সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদি ও বরিস জনসনের আলোচনা হওয়ার কথা ছিল। সফর বাতিল হলেও দুজন নিয়মিত যোগাযোগে থাকবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়াও চলতি বছরেই দু’‌জনের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন