আর্কাইভ থেকে জাতীয়

হেফাজত নেতাদের মুক্তি দাবি মান্নার

হেফাজতে ইসলামের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সরকারি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা হেফাজতের কর্মী ও সাধারণ মুসুল্লিদের ওপর হামলা চালিয়ে প্রথমে পরিস্থিতি ঘোটালে করে। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে যে অস্থিতিশীল পরিস্থির সৃষ্টি হয়েছে তার দায় ভার সরকারকেই নিতে হবে।’

তিনি বলেন, সরকারি দল হেফাজতে ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে আক্রমনাত্বক রাজনীতির আশ্রয় নিয়েছে। আমি অবিলম্বে গ্রেফতারকৃত হেফাজতে কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

মান্না বলেন,  করোনা মোকাবিলায় সরকার উদাসীন। করোনা সংক্রমন রোধে সরকার ব্যার্থ। অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা নির্বিচারে মামলা, রিমান্ড, অত্যাচার, নির্যাতনের আশ্রয় নিয়েছে। দেশের সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে উঠছে। খুব শীঘ্রই গণজোয়ারের সৃষ্টি হবে আর সেই জোয়ারে অবৈধ ক্ষমতাসীনরা খর-কুটোর মতো ভেসে যাবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন