আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

জর্জ ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত সেই পুলিশ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলায় বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১২ সদস্যের জুরি প্যানেল মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি ।

২০২০ সালের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে আটক হওয়া কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড পুলিশের হেফাজতে নিহত হন। 

সে সময় ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মিনেয়াপলিসের সড়কে ফ্লয়েডের ঘাড়ে নয় মিনিটেরও বেশি সময় হাঁটু গেড়ে বসে ছিলেন চৌভিন। সেসময় ফ্লয়েড বারবারই ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও তা মন গলাতে পারেনি পুলিশ সদস্যদের। এক পর্যায়ে ফ্লয়েড নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তখন এ ঘটনায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। দেশটির চাঞ্চল্যকর এ মামলায় তিন সপ্তাহের বিচার শেষে মঙ্গলবার রায় আসে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন