মেট্রোরেলের প্রথম ট্রেনের ৬ বগি ঢাকায়
ঢাকার মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম ট্রেনের ছয়টি বগির প্রথম চালান মোংলা বন্দর থেকে ঢাকায় এসে পৌঁছেছে।
আজ বুধবার (২১ এপ্রিল) বিকেলে সাড়ে ৪ টায় মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজটি উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেলের জেটিতে এসে পৌঁছে।
এর আগে গত ২১ শে মার্চ জাপানের কোবে বন্দর থেকে এসব কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’মোংলা বন্দরে পৌঁছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে- মেট্রোরেলের সার্বিক কাজের অগ্রগতি ৬১ ভাগের বেশি হয়েছে।