লক্ষ্মীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরী পুলের গোড়া নামের স্থানে পিকআপ-সিএনজি মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পিআপ চালক মো: আলম পলাতক রয়েছে।
নিহতরা হলেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের মো: রফিকের পুত্র ও একই এলাকার মৃত শেখ আউত উল্যার ছেলে সাত্তার মাঝি।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু জানান, শান্তিরহাট বাজার থেকে ছেড়ে আসা সিএনজিটি তৈয়ব চৌধুরী পুলের গোড়া নামের স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনারস্থলেই ২জন মারা যান।
থানা সূত্রে জানা গেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মুনিয়া