মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
ঈশ্বরদীতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নুরজাহান বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই গৃহবধূ নতুন রূপপুর গ্রামের মহর আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় ওই গৃহবধূ তার ভাতিজার মোটরসাইকেলে চড়ে গরুর দুধ কেনার লক্ষ্মমীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়ায় যাচ্ছিলেন। চররুপপুর জিগাতলা মোড়ে হঠাৎ তিনি মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় পড়ে যান। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুনিয়া