গফরগাঁওয়ে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
গফরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওই শিক্ষার্থীর নাম শাহিনূর আক্তার (১৪)। সে খারুয়া বড়াইল গ্রামের সবুজ মিয়ার মেয়ে।
আজ সন্ধ্যায় খারুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ইফতারির পূর্বে শাহিনূর আক্তার হঠাৎ করে তার রুমের দরজা বন্ধ করে দেয়। পরে তার মা বহু ডাকাডাকি করলেও কোনো সারা পাননি।পরিবারের লোকজন সিলিংয়ের উপর দিয়ে ঐ কক্ষে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না বেঁধে শাহিনূর আত্মহত্যা করেছে।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম ঘটনাস্থলে যান। তিনি পরে পুলিশকে বিষয়টি জানান।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর্জা আনোয়ারুল আবেদীনকে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
মুনিয়া