ইতালীতে ‘নিজের বাড়ি, নিজে করি’ স্লোগানে প্রবাসীদের মতবিনিময়
ইতালির মনফালকনে কাঁশবন প্রাইভেট লিমিটেড ও কাঁশবন ডেভেলপার হাউজিং কোম্পানির অংশীদারদের মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় একটি হলরুমে করোনার স্বাস্থ্যবিধি মেনে মনফালকোনে বসবাসকারী কোম্পানির অংশীদারগন সভায় উপস্থিত ছিলো। এ ছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হন কোম্পানির অন্যান্য অংশীদাররা। সভায় তৃতীয় ধাপে কেনা জমির অংশীদারদের বায়নানামা হস্তান্তর করা হয়। এ সময় কোম্পানিটির অংশীদাররা প্রবাসীদের সাধ ও সাধ্যের সমন্বয় করে"নিজের বাড়ি, নিজে করি" এই স্লোগান বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান।