আর্কাইভ থেকে জাতীয়

আরমানিটোলা আগ্নিকাণ্ডের মুসা ম্যানশন পরিদর্শনে পিবিআই

পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনের আগুন নেভার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে পিবিআইয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে পিবিআইয়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ভবনের নিচতলায় ৮ থেকে ১০টির মতো গোডাউন রয়েছে। যেখানে খোলা অবস্থায় এবং লেভেলবিহীন বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি পড়ে রয়েছে।’

তিনি বলেন, ‘দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়। ভবনের নিচতলার পেছন দিকের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এছাড়া এখানে ব্যবসা পরিচালনার জন্য তাদের অনুমতিপত্র বা লাইসেন্স রয়েছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি।’

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন