আর্কাইভ থেকে জাতীয়

বাড়ছে না লকডাউন, চলবে গণপরিবহনও

আগামী ২৮ এপ্রিলের পর উঠিয়ে নেয়া হবে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, শিগগিরই বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু ‘নো মাস্ক নো সার্ভিস’ শতভাগ বাস্তবায়ন করা হবে। সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে। আস্তে আস্তে সব খুলে দেয়া হবে।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি না হলেও জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকান ও শপিং মল খুলে দেয়ার দাবি জানানো হয়। তাদের দাবির প্রেক্ষিতে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন