আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যার অভিযোগ অলিম্পিক বক্সারের বিরুদ্ধে

পুয়ের্তোরিকার এক বক্সার ফেলিক্স ভারদেজোর বিরুদ্ধে তার অন্তঃসত্ত্বা প্রেমিকাকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছে। যিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিলেন। এ ঘটনার প্রতিবাদে মানবাধিকারকর্মীরা আন্দোলনে নেমেছেন।

ফেলিক্সের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেমিকা কেইসলা রদ্রিগেজকে হত্যা করে তার মরদেহ সান হুয়ানের কাছে একটি সেতু থেকে ফেলে দেন।  

এদিকে পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্তে সহযোগিতা করতে অস্বীকার জানিয়েছেন ফেলিক্স।

২৭ বছর বয়সি বিবাহিত লাইটওয়েট বক্সার ফেলিক্সের বিরুদ্ধে অপহরণ, গাড়ি ছিনতাই, অনাগত শিশু ও ইচ্ছাকৃত হত্যার অভিযোগ উঠেছে।

অভিযোগে আরো বলা হয়, ফেলিক্স তার প্রেমিকাকে সেতু থেকে ফেলে দেয়ার আগে বেঁধে মুখে ঘুষি মারেন।

জানুয়ারিতে, দ্বীপটিতে নারীদের প্রতি সহিংসতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় মানবাধিকার সংগঠন জানিয়েছে, পুয়ের্তোরিকায় প্রতি বছর কমপক্ষে ৬০টির মতো নারী হত্যার ঘটনা ঘটে। সপ্তাহে কমপক্ষে একজন নারী এই নৃশংসতার শিকার হন।

সূত্র: বিবিসি

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন