আর্কাইভ থেকে দেশজুড়ে

কী অপরাধে ড্রেনে ফেলে দেয়া হয় নবজাতকটিকে!

জন্মের পর নবজাতকের স্থান হয় মায়ের কোলে। স্বজনরা তাকে আগলে রাখে কোলে কোলে। এটিই স্বাভবিক নিয়ম। কিন্তু হবিগঞ্জে এ হতভাগা নবজাতক শিশুটির স্থান হলো ময়লার ড্রেনে। যে মা ১০ মাস পেটে ধারণ করেছিলেন, সেই মায়ের আদর বঞ্চিত করে জন্মের পর তাকে ফেলে দিতে হলো ড্রেনে।

কেন এসব হয় তার কারণ হয়তো জানা যায় না।

মঙ্গলবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে এমন এক নবজাতককে উদ্ধার করা হয়। শিশূটিকে এখন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ দুপুরে ড্রেন দিয়ে একদিনের একটি নবজাতক ভেসে এসে শহরের মোহনপুরে ময়লার মধ‌্যে আটকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নবজাতকটিকে দেখতে অনেকেই সদর হাসপাতালে ভিড় করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন