আর্কাইভ থেকে বাংলাদেশ

ঘণ্টা ব্যবধানে মা ও স্বামী হারালেন দূরদর্শনের সাবেক মহাপরিচালক

ভারতে করোনাভাইরাস ক্রমশ ভয়াল আকার ধারণ করছে। এটা যে কত ভয়ঙ্কর হতে পারে প্রতিদিন তার সাক্ষী হচ্ছে ভারতের মানুষ। বহু রোগীরই বিনা চিকিৎসাতে মৃত্যু হচ্ছে। এমনই এক মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতের দূরদর্শনের সাবেক পরিচালক জেনারেল অর্চনা দত্ত।

করোনায় মাত্র ১ ঘণ্টার ব্যবধানে মা ও স্বামীকে হারিয়েছেন তিনি। বিনা চিকিৎসায় মা ও স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অর্চনা।

অর্চনার ভাষ্য, বিনা চিকিৎসায় আমার মা ও স্বামী দুজনেই মারা গিয়েছেন। দিল্লির নামদামি হাসপাতালের চিকিৎসা পেতে ব্যর্থ হয়েছি। মৃত্যুর পর তাদের কোভিড পজিটিভ ঘোষণা করা হয়। অর্চনাদেবীর স্বামী এ আর দত্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক।

অর্চনাদেবীর ছেলে অভিষেক বলেন, এক ঘণ্টার মধ্যে দুজনকে হারালাম। বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঠাকুমাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হলেও শেষ রক্ষা হলো না। উল্লেখ্য, অভিষেক বাদে পরিবারের সকলেই করোনা পজিটিভ হয়েছিলেন। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন