আর্কাইভ থেকে ঢালিউড

পঙ্গু জীবনের প্রতিবন্ধকতাকে জয় করার সংগ্রামে মারিয়া নূর

জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূরকে প্রতি ঈদে এক-দুটি নাটকে দেখা যায়। এবার ঈদেও একটি নাটকে দেখা যাবে তাকে। ‘মায়া’ শিরোনামের নাটকে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন তাহসান খান। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। 

আগের নাটকগুলোতে শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করলেও প্রথমবারের মতো গ্রামের মেয়ের চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মারিয়া। যেখানে প্রেম-ভালোবাসার পাশাপাশি উঠে এসেছে তার সংগ্রামের গল্প। পঙ্গু জীবন নিয়ে নানা প্রতিবন্ধকতাকে জয় করেই সামনে এগিয়ে যান তিনি। 

নাটকটির বিষয়ে মারিয়া নূর বলেন, শহুরে মেয়ে হওয়ার কারণে নাটকের চরিত্রটি করতে বেশ বেগ পেতে হয়েছে। গ্রামের ভাষা, ডায়লগ, পোশাক পরিধানসহ পঙ্গুর চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করেছি। আশা করি, কাজটি দর্শকের ভালো লাগবে।

গত ফেব্রুয়ারিতে আশুলিয়ায় নাটকটির শুটিং হয়েছে। ‘মায়া’ নাটকে তাহসান-মারিয়া ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনীন ও রাশেদ আরমান। আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে নাটকটি। এরপর উন্মুক্ত হবে ইউটিউবেও।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন