বাড়ী ফিরলেন করোনামুক্ত আলমগীর
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর। এরপর ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। টানা ১৭ দিনের চিকিৎসা শেষে আজ বুধবার (৫ মে) বিকেলে বাসায় ফিরবেন তিনি।
বাড়ি ফেরার বিষয়ে আলমগীর বলেন, ‘সকালে চিকিৎসক এসে জানালেন আমি পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারব। বাসায় গিয়ে কয়েক দিন কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার অনুমতি পেয়ে খুব ভালো লাগছে।’
এর আগে ১৪ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন নায়ক আলমগীর ও রুনা লায়লা।
এরপর গত ১৭ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ নেন তারা। দ্বিতীয় ডোজ নেয়ার পরের দিনই আলমগীর করোনায় আক্রান্ত হন। তবে সুস্থ আছেন তার স্ত্রী রুনা লায়লাসহ পরিবারের অন্য সদস্যরা।
এস