এবারও সীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদি আরবের
টানা দ্বিতীয় বারের মতো এবারও বিদেশিদের বাদ দিয়ে সীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদি আরবের।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির ঊর্ধ্বগতি ও নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করে সৌদি আরব। শুধু দেশটিতে অবস্থানরতদেরই হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল। এবারও সেই রকমই কিছু করার পরিকল্পনা চলছে।
সূত্র জানিয়েছে, এবার বিদেশিদের হজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেবল দেশটিতে অবস্থানরতদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন অথবা হজ শুরুর ছয় মাসের মধ্যে যারা করোনা থেকে সেরে উঠেছেন তাদেরকেই হজে অংশ নেয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া তাদের বয়সসীমাও বেঁধে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
মুনিয়া