ঢাকাসহ ৯ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, টাঙ্গাইলে তাণ্ডব শুরু
রাজধানী ঢাকাসহ কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কালবৈশাখী ঝড়টি টাঙ্গাইলে আঘাত হানা শুরু করেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে আগামীকাল শনিবার (২১ মার্চ) সকাল ৯টার আগ পর্যন্ত যে কোনো সময় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও পাবনায় কালবৈশাখী ঝড় হতে পারে।
ঝড়টি এরই মধ্যে টাঙ্গাইলে আঘাত হানা শুরু করে দিয়েছে এবং বাকি অন্য জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানান তিনি।