আর্কাইভ থেকে ঢালিউড

সাংবাদিক রোজিনার মুক্তি চেয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীর স্ট্যাটাস

গেলো সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে গিয়ে ছিলেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম।

সেখানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে তাকে ‘ডকুমেন্টস চুরির’ অভিযোগে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়। তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে।

পরে সোমবার (১৭ মে) রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী। এ মামলায় আজ মঙ্গলবার তাকে আদালতে নেয়া হলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়।

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন নানা পেশার মানুষ।

এ সময়ের জনপ্রিয়া অভিনেতা চঞ্চল চৌধুরীও তার ফেসবুক পেজে রোজিনার মুক্তির দাবি জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন- করোনা’র কারনে আমরা যে মুখোশ পরা শুরু করেছি....

সে অভ্যাস টা চলমান থাক......

কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই.....

দৃপ্ত কন্ঠে আওয়াজ তুলি....

“রোজিনা ইসলামের মুক্তি চাই”

এ সম্পর্কিত আরও পড়ুন