আর্কাইভ থেকে অপরাধ

জুয়াড়ি সন্দেহে চট্টগ্রামে তিন ভারতীয় আটক

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চলমান টেস্ট ম্যাচকে ঘিরে জুয়া পরিচালনার অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
 
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
 
আটক তিন ভারতীয় নাগরিক হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।
 
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, চলমান টেস্ট ম্যাচ নিয়ে জুয়া পরিচালনার অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে এনএসআই।
 
তারা ধারণা করছেন এরা জুয়াড়ি নেটওয়ার্কের সদস্য।
 
এদের মোবাইলে এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি। জুয়াড়ি হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন