আর্কাইভ থেকে জাতীয়

ইসরাইলের সঙ্গে বাংলাদেশের অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে লেখা ছিল ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরাইল’। কিন্তু বর্তমানে বাংলাদেশি পাসপোর্টে আর এ কথাটি লেখা নেই। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলও তার অবস্থান থেকে একই বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে।

এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তা হলে ইসরাইলের সঙ্গে কি বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন।

আজ রোববার (২৩ মে) আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, আধুনিক যুগে কোনও পাসপোর্টে লেখা থাকে না যে কোন দেশে ট্রাভেল করা যাবে, আর যাবে না। সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গিয়ে এটা করা হয়েছে।

তিনি বলেন, ইসরাইল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন, নতুন পাসপোর্টে স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে ‘একসেপ্ট ইসরাইল’তুলে দেয়া হয়েছে।

এদিকে, ইসরেইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন টুইটবার্তায় বলেন, অনেক বড় খবর। বাংলাদেশ ইসরাইলের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন