আর্কাইভ থেকে ফুটবল

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করলো জুভেন্টাস

আগেই ইতালিয়ান সিরি’আ লিগের শিরোপা হাতছাড়া করেছিল জুভেন্টাস। লিগ শিরোপার পাশাপাশি শঙ্কা জেগেছিল আগামী মৌসুমে তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কিনা সেটা নিয়েও। শেষ পর্যন্ত সব জল্পনার ইতি ঘটিয়ে কোন শঙ্কা ছাড়াই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করলো তুরিনের বুড়িরা।

রোববার রাতে সিরি’আয় নিজেদের শেষ ম্যাচে বোলোগ্নাকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমের খেলা নিশ্চিত করে সাদাকালো শিবির। আর সেটাও সম্ভব করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে।

এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিশ্চিত করে জুভেন্টাস।

ম্যাচের ৬ মিনিটের মাথায় ফেদেরিকো সিসে গোল করে বোলোগ্নার বিপক্ষে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটের মাথায় আলভারো মোরাতা ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আদ্রিয়েন র‌্যাবিয়ট গোলে ব্যবধান হয় ৩-০। বিরতির পর ফিরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন মোরাতা। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। 

ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বোলোগ্নার রিকার্ডো ওরসোলিনি একটি গোল শোধ করলেও সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন