আর্কাইভ থেকে আফ্রিকা

অবশেষে মুক্ত আল-জাজিরার সাংবাদিক হুসেইন

চার বছরের বেশি সময় পর আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইনকে মুক্তি দিয়েছে মিসর। শনিবার তিনি কারাগার থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া বা অভিযোগ ছাড়াই মুক্তি পেলেন এই মিসরীয় সংবাদকর্মী।

সরকারের এ সিদ্ধান্তকে সাধূবাদ জানিয়েছে আল-জাজিরার কার্যনির্বাহী পরিচালক। এক বিবৃতিতে আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোয়াগ বলেছেন, হুসেইনের মুক্তি একটি সত্যের মুহূর্ত এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য এটি একটি মাইলফলক পদক্ষেপ।

২০১৬ সালের ২৩ ডিসেম্বর কায়রোতে গ্রেপ্তার হন ৫৪ বছর বয়সী সাংবাদিক হুসেইন। আইনজীবীর উপস্থিতি ছাড়াই প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এর একদিন পর আবারো তাকে আটক করা হয়।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দেশের সুনাম নষ্ট করতে বিদেশি ইন্ধনে মিথ্যা খবর প্রচার করছিলেন হুসেইন। এর জন্য বিদেশি রাষ্ট্রের কাছ থেকে মোটা অংকের অর্থও নিয়েছিলেন তিনি।

তবে, বরাবরই সেসব অস্বীকার করে গেছেন মাহমুদ হুসেইন।তার মুক্তির দাবিতে সোচ্চার হয় আলজাজিরাও।

তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ গঠন করেনি মিশর কর্তৃপক্ষ। বিনাবিচারে তাকে আটক রাখা হয় চার বছরের বেশি সময়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন