আর্কাইভ থেকে জাতীয়

করোনায় তফসিল হলো না, ২ জুন ফের বৈঠক

করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়ানোর কারণে আপাতত ভোটের তারিখ নির্ধারণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ জুন ভোটের তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আজ সোমবার (২৪ মে) দুপুরে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

এসময় তিনি আরও বলেন, কমিশন লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন মধ্য জুলাইয়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২ জুন কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থগিত ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব নির্বাচনের বিষয়েও ২ জুন সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৯ মে বৈঠক শেষে ইসি সচিব জানিয়েছিলেন, ২৪ মে কমিশন বৈঠকে ভোটের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, জুলাই মাসের মাঝামাঝি নির্বাচন করতে গেলে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে সিইসি'র বিশেষ ক্ষমতাবলে নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনের জন্য সময় বাড়ানো হবে। 

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন