আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে একমাত্র দেশ হিসেবে মাসে লাখের বেশি মৃত্যু ভারতে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের একমাত্র দেশ হিসেবে এক মাসে লাখের বেশি মানুষের মৃত্যু দেখেছে ভারত। তবে বর্তমানে দেশটিতে কিছুটা কমেছে মহামারির প্রাদুর্ভাব। প্রতিদিনের মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। গেল ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রাণ গেছে তিন হাজার ৮৪২ জনের। একদিনে দুই লাখ ১১ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো ভাইরাসটির উপস্থিতি।

ভারতে করোনায় মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে তামিলনাড়ু। দক্ষিণের এ রাজ্যটি সাড়ে ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছে। তামিলনাড়ুর পরই রয়েছে কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্র। রাজ্যগুলোতে মোট প্রাণহানি ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে।

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দুই নম্বরে রয়েছে ভারত। প্রায় এক মাস ধরে দেশটিতে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে করোনাভাইরাসে মোট মৃত্যু ছাড়িয়েছে তিন লাখ ১৫ হাজার। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে দুই কোটি সাড়ে ৭৩ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন