চীন থেকে দেড় কোটি টিকা আনবে সরকার
১০ ডলার করে চীন থেকে দেড় কোটি টিকা আনবে সরকার। দুপুরে, সিনোফার্মের সার্স কোভ-২ নামে এই টিকা সরাসরি কেনার প্রস্তাব অনুমোদন দেয়, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে খরচ হবে বাংলাদেশি টাকায় ১২শ ৬৭ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে, ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পর্যা প্ত না আসায় ভ্যাক্সিন কেন্দ্রে দ্বিতীয় ডোজে চরম ভোগান্তি দেখা গেছে রাজধানীর ভ্যাক্সিন কেন্দ্রগুলোতে। ইতোমধ্যে এই টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮শ ৫৪ জন। দেশে মোট টিকা এসেছিলো ১ কোটি ২ লাখ ডোজ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারত থেকে নতুন করে টিকা না আসায় দ্বিতীয় ডোজ নেয়া থেকে বাদ পরার শঙ্কায় আছে ১৪ লাখ ৩৯ হাজার ৭শ ৮ জন।