ঘূর্ণিঝড়ে মধ্যে বিয়ে; কোলে করে জামাই বউ পারাপার (ভিডিও)
বরিশালের বাবুগঞ্জে রাজগুরু নতুনচর গ্রামে এক গাড়ি চালকের মেয়ের বিয়ের দিনক্ষন নির্ধারণ ছিল গতকাল বুধবার (২৬ মে)। কিন্তু ওই দিন ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত হয় ওই এলাকা। বন্ধ হয়ে যায় সেখানকার সব যান চলাচল। ব্যাপক ভাবে বিঘ্নিত হয় স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।
জানা গেছে, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এ অবস্থানেই ওই গ্রামে বিয়ের আনুষ্ঠিত হয়। বর যাত্রী আর আমন্ত্রিত অনেক অতিথি আসেন নৌকা করে। তবে কনে বাড়ি এসে বিপাকে পড়েন বরযাত্রীরা। পরে কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়ে বুধবার (২৬ মে) বিকেলে পানিতে ডুবে যাওয়া রাস্তা দিয়ে বর ও কনেকে কোলে করে স্বজনরা নিয়ে রওনা হন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী উপজেলার চর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
ভিডিও...
শেখ সোহান