আর্কাইভ থেকে জনদুর্ভোগ

‘উন্মুক্ত স্থানে আর বর্জ্য দেখতে চাই না’

ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর ঢাকা গড়তে আগামী ডিসেম্বরের মধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই ময়লা স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হবে।

সকালে রাজধানীর সায়েদাবাদে ময়লা স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করে তিনি একথা বলেন। 

মেয়র আরো বলেন, এসব অস্থায়ী অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে জায়গার কিছুটা সংকট রয়েছে। তবে সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন