আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে উদ্বোধনের অপেক্ষায় ফায়ার সার্ভিস স্টেশন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাবাসীর বহু দিনের কাঙ্খিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে। 

ইতিমধ্যে স্টেশন ভবনের নির্মান কাজ শেষে রংকরণ, সাইনবোর্ড টাঙ্গানোসহ ধোয়া মোছার কাজ শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যে এটি উদ্বোধন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছে।

জানা গেছে, উপজেলা সদরের চন্দ্রখানা মৌজার নাওডাঙ্গা পুলের পাড় এলাকায় তেত্রিশ শতক জমির উপর নির্মান করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুই বছরের অধিক সময় ধরে নির্মান কাজ শেষ করে কুড়িগ্রাম গণপুর্ত বিভাগ গত সপ্তাহে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাছে হস্তান্তর করে। তখন থেকেই উদ্বোধনের জন্য ভবনটি প্রস্তুত করছেন তারা। এটি চালু হলে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ আগুনের ক্ষতিসহ বিভিন্ন দূর্যোগে সহায়তা পাবে।  

এ প্রসঙ্গে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিমন মিয়া জানান, হেড অফিস থেকে এখনও কিছু জিনিষপত্র আনার বাকি আছে। তবে আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এ স্টেশনটি চালু হবে। 

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার জানান,প্রায় তিন কোটি টাকা ব্যায়ে ফায়ার স্টেশনটি নির্মান করা হয়েছে। গত সপ্তাহে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন