আর্কাইভ থেকে দেশজুড়ে

সিলেটে ঝুঁকিপূর্ণ ২৪ মার্কেট-ভবন ১০ দিন বন্ধের নির্দেশ

সিলেটে ২৪টি ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেট আগামী ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। 

এছাড়া ভবনগুলোর দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি বাসিন্দাদেরও অন্যত্র সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। তবে তারা এখনও স্বস্থানেই আছেন।

রোববার সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৪টি ভবনের তালিকা প্রকাশিত হয়। যার মধ্যে সিটি করপোরেশনের মালিকানাধীন মার্কেট ও একটি সরকারি প্রাথমিক স্কুলও রয়েছে।

বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর কয়েকটি ঝুঁকিপূর্ণ মার্কেটে গিয়ে সেগুলো বন্ধের নির্দেশনা দেন। 

শনিবার পাঁচ বার এবং আজ ভোরে একবার ভূকম্পন অনুভূত হয় সিলেটে। 

বিশেষজ্ঞদের মতে, বড়ধরনের ভূমিকম্পের আগে ছোট ছোট মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তাই, আগামী ৭ দিন সিলেটবাসীকে একটু সতর্ক থাকতে হবে।

মুনিয়া

 

এ সম্পর্কিত আরও পড়ুন