আর্কাইভ থেকে দেশজুড়ে

বাংলাদেশের সংস্কৃতি চর্চায় আজকের অবস্থান, জাতির পিতার অবদান : খাদ্যমন্ত্রী

যে জাতির নিজস্ব সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধারণ করে না, সে জাতি অস্তিত্বহীন হয়ে যায়। বাঙালির অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। এবং একে টিকিয়ে রাখতে হবে। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৯ অক্টোবর) রাতে নওগাঁ প্রেস ক্লাবে ৫ দিনব্যাপী ভরতন্যাট্টম ডান্স ও উদয়শঙ্কর ডান্স স্টাইল কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, বাংলাদেশের সংস্কৃতি চর্চা আজকের অবস্থানে থাকত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। সমাজের অবক্ষয় থেকে সন্তানদের রক্ষার জন্য রক্ষণশীলতা থেকে বের হয়ে এসে সংস্কৃতি চর্চার মাধ্যমে মননশীলতার বিকাশ ঘটাতে হবে। শুধু প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে চলবে না। এ জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, কনডাক্টর কলকাতার নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল রশিদ, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিক ছোটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কর্মশালায় স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন