দেবীগঞ্জে বাড়ি থেকে ৪টি কঙ্কাল উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক বাড়ি থেকে মৃত মানুষের চারটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির কমলা বানু (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
আটক কমলা বানু একই গ্রামের রেজাউলের স্ত্রী।
বুধবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ডেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট ভুল্লিপাড়া গ্রাম থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন।
তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দেবীগঞ্জ থানা পুলিশের সহায়তা নিয়ে এই অভিযান পরিচালনা করে। পুলিশ সদস্যরা লক্ষিরহাট ভুল্লিপাড়া গ্রামের রেজাউলের বাড়িতে অভিযান পরিচালনা করলে বাড়ির ঘরের ভিতরে থাকা একটি ট্রাং থেকে মৃত মানুষের চারটি কঙ্কাল জব্দ করে। এসময় কমলা বানু নামে ওই নারীকে বাড়ি থেকে আটক করা হয়।
ওসি জামাল হোসেন বলেন, ডিবি পুলিশ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এর সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।