শাশুড়ি গেল বেড়াতে ,সুযোগ পেয়ে পুত্রবধূকে ধর্ষণ শ্বশুরের
কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই ব্যাক্তির নাম- লিটন মিয়া (৪৮)। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে।
আজ শনিবার (২২ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি জানান, শনিবার বেলা ১২টার দিকে চৌদ্দগ্রাম থানায় আটক লিটনের পুত্রবধূ বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ভুক্তভোগী নারী মামলায় উল্লেখ করেন, গেলো শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ওই গৃহবধূর শাশুড়ি বেড়াতে যান। বাড়িতে তখন ওই গৃহবধূ আর তার শ্বশুর ছিলেন। রাতে সেই সুযোগে পুত্রবধূর থাকার কক্ষে ঢুকে পড়েন শ্বশুর লিটন। এসময় তাকে কয়েকবার ধর্ষণ করা হয়। পরদিন পুলিশের কাছে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে আসেন ওই নারী।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত লিটনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল আটক লিটনকে কারাগারে পাঠানো হবে।