চাকরি থেকে পদত্যাগের পর পেনশন: আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ
স্বেচ্ছায় সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পেনশন সুবিধা না পাওয়া সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের অংশবিশেষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (২৪ অক্টোবর) এ আদেশ দিয়েছেন আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ। গেলো বছরের ১৮ মার্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ওই রায় দেন। একই বছরের সেপ্টেম্বরে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।
২০২১ সালে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ, যা গেলো বছরের নভেম্বরে চেম্বার আদালতে ওঠে। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল রোববার শুনানি শেষে আজ আদেশের জন্য দিন রাখা হয়।
রিটকারি আইনজীবী জানান, অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সে বছরের ৩১ জানুয়ারি থেকে তাঁর পদত্যাগপত্র কার্যকর হয়।